ওয়াল নিউজ ডেস্ক
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর প্রথমবার বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। বিবৃতিতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
রবিবার অজ্ঞাত স্থান থেকে সাংবাদিকদের এই প্রেস রিলিজ পাঠান সাদ্দাম হোসেন। ৫ আগস্টের পর সাদ্দাম ও ইনানকে আর দেখা যায়নি। ধারণা করা হচ্ছে সাদ্দাম-ইনান দুজনই বিদেশে আছেন। তবে কেউ কেউ বলছেন তারা দেশেই আছেন।
ছাত্রলীগের বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ আল মাসুদসহ দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ।
তবে কেন্দ্রীয় ছাত্রলীগের একটি অংশের দাবি- এটির সাথে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের কোনো সম্পর্ক নেই। সাদ্দাম হোসেন এবং শেখ ইনানের একান্ত ব্যক্তিগত প্রেস রিলিজ এটি।
কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি খন্দকার হাবিব আহসান ফেসবুকে লিখেন, বাংলাদেশ ছাত্রলীগের যে প্রেস রিলিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে এটির সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের কোনো সম্পর্ক নেই। সাদ্দাম হোসেন এবং শেখ ইনানের একান্ত ব্যক্তিগত প্রেস রিলিজ এটি। বাংলাদেশ ছাত্রলীগকে ছাত্রসমাজের বিরুদ্ধে দাঁড় করিয়ে সারা দেশে ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তামাশা করার সুযোগ কোনোভাবেই নেই। বাংলাদেশ ছাত্রলীগকে কোনো দুই-একজন ব্যক্তির সংগঠন হিসাবে আমরা চালাতে দিতে চাই না। বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রসমাজের মতামত নিয়ে সামনের দিনে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবে।
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com