• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৪

ওয়াল নিউজ ডেস্ক

সুনামগঞ্জের শাল্লায় নৌকা থেকে পড়ে তামিম শেখ (২৫) নামের এক যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় সময় হাওয়া খেতে গিয়ে কালনী নদীর উপর নৌকা থেকে পানিতে পড়ে তলিয়ে যাওয়া তামিম শেখ উপজেলার শাল্লা গ্রামের লিয়াকত আলীর ছেলে। তবে তলিয়ে যাওয়া তামিম শেখ মৃগীরোগে আক্রান্ত ছিলেন বলে জানা যায়।
স্থানীয় সূত্র ও পানিতে নিখোঁজ তামিম শেখের খালাতো ভাই তাফসির আলম চৌধুরীর বরাতে জানা যায়, শুক্রবার রাতে কারেন্ট না থাকায় আমাদের গ্রামের অনেক মানুষ প্রাকৃতিক আবহাওয়া লাগাতে কালনী নদীর উপর নৌকায় বসেছিলাম। রাত প্রায় সাড়ে ৯টায় সময় হঠাৎ খিচুঁনি উঠায় তামিম নৌকা থেকে পড়ে পানিতে তলিয়ে যায়। সাথে সাথেই আমরা নদীতে ঝাঁপ দিলেও তাকে খুঁজে পাইনি।
শাল্লা থানার তদন্ত অফিসার ইনচার্জ আহমদ হোসেন জানান, পানিতে তলিয়ে যাওয়া মানুষটার লাশ অনেক খোঁজাখুঁজি করে উদ্ধার করা এখনও সম্ভব হয় নি।
এবিষয়ে শাল্লা ফায়ার সার্ভিসের দায়িত্বশীল লিডার জয়ন্ত সিংহ বলেন, রাত ১ টায় সময় আমাকে বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু শাল্লা স্টেশনে কোন ডুবুরি দল নাই। ডুবুরি দল থাকে সুনামগঞ্জ। যদি উনারা বলত তাহলে আমি সুনামগঞ্জ থেকে ডুবুরি দলের ব্যবস্থা করতাম। তবে যে জায়গায় ঘটনা ঘটেছে আমাদের এখান থেকে আজমিরিগঞ্জ পাশে। প্রয়োজনে অল্প সময়ের মধ্যে হবিগঞ্জের ডুবুরি দল এসে কাজ করতে সুবিধাজনক হবে।
লাশ উদ্ধারে আসা হবিগঞ্জ ফায়ার সার্ভিস ডুবুরি ইউনিটের লিডার ফখরুল ইসলাম বলেন, আমরা ৭ জন ডুবুরি দুপুর ১২ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত আধা কিলোমিটার জায়গা খোঁজাখুঁজি করেও লাশ পাইনি। নদীতে প্রচুর স্রোত থাকায় লাশ উদ্ধার করা কঠিন।