• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মান্নানের গ্রেপ্তারকে ঘিরে উত্তাল সুনামগঞ্জ

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৪
মান্নানের গ্রেপ্তারকে ঘিরে উত্তাল সুনামগঞ্জ

এম মিফতা হাসান


সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নানকে নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই নিজ এলাকা সুনামগঞ্জে। গ্রেফতারের পর থেকেই স্থানীয়দের মাঝে একের পর এক ভিন্ন মনোভাব দেখা দিচ্ছে তাঁকে নিয়ে। একপক্ষ বিক্ষোভ করছেন তাঁর মুক্তির দাবিতে অন্যপক্ষ চাচ্ছেন শাস্তি। মান্নানের গ্রেপ্তারকে ঘিরেই যেন উত্তাল সুনামগঞ্জ।

গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে শান্তিগঞ্জের হিজলবাড়ি থেকে সাবেক ওই মন্ত্রীকে গ্রেফতারের পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে জনমনে। এ নিয়ে চলছে নানান গুঞ্জন। এর পরদিন যখন সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারহান সাদিক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মূলত ওইদিন থেকেই শুরু হয় পক্ষ-বিপক্ষের বিভিন্ন টাল-বাহানা।

এ নিয়ে আজ (২২ সেপ্টেম্বর) এম এ মান্নানের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন শান্তিগঞ্জের সাধারণ শিক্ষার্থীরা। শত শত শিক্ষার্থীদের পদদলিতে জোয়ার ভেসে ওঠে শান্তিগঞ্জে। তবে তাঁকে নিয়ে বিপরীত দিকে অবস্থান করছেন সুনামগঞ্জ জেলার বিএনপির নেতা-কর্মীরা। বিক্ষোভ করছেন মান্নানসহ সকল আওয়ামী নেতা কর্মীদের শাস্তির দাবিতে।

পক্ষে অবস্থানরত শিক্ষার্থীদের দাবি, সুনামগঞ্জে উচ্চ শিক্ষার দ্বার উন্মোচনের ক্ষেত্রে এম এ মান্নানের নানামূখী উন্নয়নের শেষ নেই। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, টেক্সটাইল ইনস্টিটিউট, শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), আজিজুন নেছা ভোকেশনাল ইনস্টিটিউটসহ অসংখ্য প্রতিষ্ঠান গড়ার একমাত্র কারিগর তিনি। এম এ মান্নান একজন সৎ, আদর্শবান, সজ্জন ও প্রাজ্ঞ রাজনীতিবিদ। তাই নিঃশর্তে তাঁর মুক্তি চান সাধারণ শিক্ষার্থীরা।

অপরদিকে, মান্নানসহ ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয়া সকল আওয়ামী নেতাকর্মীদের শস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র নেতাকর্মীরা। তাঁরা বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রেক্ষিতে যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনে আওয়ামী লীগসহ তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে নৃশংশভাবে হত্যা করেছে। সুনামগঞ্জেও এর বিপরীত নয়। হামলায় জেলার প্রায় শতাধিক উপরে শিক্ষার্থীরা আহত হন বলেও দাবি তাঁদের। তাই সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ শিক্ষার্থীদের উপর হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি চান তাঁরা।

উল্লেখ্য, গত ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগের যৌথ হামলায় অসংখ্য শিক্ষার্থী গুরুতর আহত হন। এই ঘটনায় গুলিবিদ্ধ দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের হাফিজ আহমদ বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর এম এ মান্নানসহ ৯৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।ফলে গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে এম এ মান্নানকে তাঁর নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে পুলিশ।