• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

পাহাড়ে চলছে শান্তিপূর্ণ অবরোধ

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৪
পাহাড়ে চলছে শান্তিপূর্ণ অবরোধ

ওয়াল নিউজ ডেস্ক


খাগড়াছড়ি ও রাঙামাটিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে চলছে ৭২ ঘণ্টার শান্তিপূর্ণ অবরোধ। অবরোধের প্রথম দিনে খাগড়াছড়ির সাথে রাঙামাটি, ঢাকা ও চট্টগ্রামের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া খাগড়াছড়ির দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙাসহ আন্তঃউপজেলাগুলোতে সড়ক যোগাযোগ বন্ধ আছে।

অবরোধের সমর্থনে সকালে খাগড়াছড়ি সাজেক সড়ক,পানছড়ি, রামগড় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধকারীরা। তবে অবরোধকে কেন্দ্র করে কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

এদিকে, রাজধানী ঢাকায় বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার আয়োজিত সমাবেশ থেকে ঘোষিত তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, সহিংসতা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সড়কে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।