ওয়াল নিউজ ডেস্ক
চেন্নাই টেস্ট জয়ের জন্য শেষ দুই দিনে বাংলাদেশের চাই ৩৫৭ রান, ভারতের ৬ উইকেট।
উইকেটে থিতু হয়েও বড় স্কোর খেলতে পারেননি স্বীকৃত ব্যাটসম্যানরা। এমএ চিদম্বরম স্টেডিয়ামে তিন দিন শেষে তাই বড় পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ।
৫১৫ রানের বিশাল লক্ষ্যে ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে দিনের খেলা শেষ করে তারা। আলোকস্বল্পতার কারণে ৪০ মিনিট আগেই খেলা বন্ধ করা হয়।
জয়ের জন্য আরও ৩৫৭ রানের লক্ষ্যে চতুর্থ দিনের খেলা শুরু করবে সফরকারীরা। বিপরীতে ভারতের প্রয়োজন ৬ উইকেট।
তৃতীয় সব মিলিয়ে ৭৮.২ ওভারে ৫ উইকেটে হয়েছে ৩৬৪ রান। এর মধ্যে ১ উইকেটে ২০৬ রান করেছে ভারত। আর দ্বিতীয় সেশনের দ্বিতীয় ঘণ্টায় ব্যাটিংয়ে নেমে ৩৭.২ ওভারে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান রিশাভ পান্ত ও শুবমান গিল করেন সেঞ্চুরি। ১৬২ রানের জুটি গড়ে ১০৯ রানে আউট হন পান্ত। ১১৯ রানে অপরাজিত থাকেন গিল।
বিশাল লক্ষ্য তাড়ায় ৬২ রানের উদ্বোধনী জুটি গড়েন জাকির হাসান ও সাদমান ইসলাম। ৩৩ রান করে ফেরেন জাকির। সাদমানের ব্যাট থেকে আসে ৩৫ রান। এরপর মুশফিকুর রহিম ও মুমিনুল হক টিকতে পারেননি।
ওয়ানডে স্টাইলে খেলে ৫৫ বলে ৪ চার ও ৩ ছক্কায় ফিফটি করেন নাজমুল হোসেন শান্ত।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৩৭৬
বাংলাদেশ ১ম ইনিংস: ১৪৯
ভারত ২য় ইনিংস: ৬৪ ওভারে ২৮৭/৪ ডিক্লে.
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৫১৫) ৩৭.২ ওভারে ১৫৮/৪ (জাকির ৩৩, সাদমান ৩৫, শান্ত ৫১*, মুমিনুল ১৩, মুশফিক ১৩, সাকিব ৫*; বুমরাহ ৭-২-১৮-১, সিরাজ ৩.২-১-২০-০, আকাশ ৬-০-২০-০, অশ্বিন ১৫-০-৬৩-৩, জাদেজা ৬-০-২৯-০)