• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বায়তুল মোকাররমে সেনা মোতায়েন

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৪
বায়তুল মোকাররমে সেনা মোতায়েন

ওয়াল নিউজ ডেস্ক

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায়কালে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরে সেনাবাহিনীর সদস্যরা মসজিদে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার আলোচনার সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, জুমার নামাজ শুরুর আগে বায়তুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান বয়ান করছিলেন। এমন সময় দীর্ঘদিন অনুপস্থিত থাকা খতিব মাওলানা মুফতি রুহুল আমীন অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে আসেন। এরপর তিনি বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন। এ সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন। তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এতে করে মসজিদের সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন। পরে খবর পেয়ে মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরা। তা ছাড়া আগে থেকেই বায়তুল মোকাররম এলাকায় পুলিশের বিপুলসংখ্যক সদস্য অবস্থান করছিলেন।