• ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ইসরায়েল ‘বিপর্যয়কর জবাব’ পাবে, বলল ইরানের বিপ্লবী গার্ড

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৪
ইসরায়েল ‘বিপর্যয়কর জবাব’ পাবে, বলল ইরানের বিপ্লবী গার্ড

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান কমান্ডার হোসেইন সালামি।

ওয়াল নিউজ ডেস্ক

ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান কমান্ডার হোসেইন সালামি বলেছেন, লেবাননে পেজার ও ওয়াকিটকি দিয়ে দখলদার ইসরায়েল যে হামলা চালিয়েছে সেটির ‘বিপর্যয়কর’ জবাব দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহর কাছে চিঠি পাঠান তিনি। এতে বিপ্লবী গার্ডের কমান্ডার জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের ইরানের প্রতিরোধ বাহিনীর কাছ থেকে খুব শিগগিরই কঠোর জবাব পাবে ইসরায়েল।
চিঠিতে হোসেইন সালামি বলেছেন, “পেজার ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়ে লেবানের নারী, পুরুষ ও শিশুদের উপর হামলা চালিয়ে ইসরায়েল নতুন কিছু পাবে না।”
তিনি আরও বলেছেন, “এই ধরনের সন্ত্রাসী হামলা নিসন্দেহে ইহুদিবাদী সরকারের কাজ। যারা হতাশা ও ধারাবাহিক ব্যর্থতা থেকে এটি করেছে।”