ওয়াল নিউজ ডেস্ক
ভারতের ফরেন ট্রেড চেম্বার অব কমার্স, মেঘালয়া’র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন সিলেট কয়লা আমদানীকারক গ্রুপ ও তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের নেতৃবৃন্দ। সোমবার তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডাউকি-তামাবিল স্থলবন্দরে কয়লা ও পাথর আমদানি-রপ্তানি গতিশীল করণের লক্ষ্যে উভয় গ্রুপ একযোগে কাজ করার সিদ্ধান্ত হয়। আন্তর্জাতিক বাজারে কয়লার মূল্য কমার ফলে বর্তমানে কয়লা আমদানি মূল্য কমানোর সিদ্ধান্ত হয়। সভায় এক্সপোর্টার নেতৃবৃন্দ আমদানি রপ্তানির সকল প্রতিবন্ধকতা দূর করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
ফরেন ট্রেড চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ইয়ং খংলা, সেক্রেটারি ড্যানিয়েল কংশিটসহ ২০ সদস্য। সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. আতিক হোসেন, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন, অর্থ-সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, আন্তর্জাতিক সম্পাদক জাকারিয়া ইমতিয়াজ, প্রচার সম্পাদক সোহেল আহমদ কার্যকরী সদস্য মো. শাহ আলম, মো. মনিরুল হক ও জুয়েল আহমদ। তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের পক্ষে আহবায়ক হেনরী লামিন, ফখরুল ইসলাম, বাবলু বখত, বুলবুল আহমদ, শাহপরান মিয়া, আব্দুল মান্নান, রাসেল আহমদসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।