ওয়াল নিউজ ডেস্ক
সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ডের আওতাধীন সিলেটের দক্ষিণ সুরমার দরিয়া শাহ মাজার এলাকায় সুরমা নদীতে গোসল করতে গিয়ে এক ব্যক্তি পেয়েছেন একটি আগ্নেয়াস্ত্র। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।
পরে দক্ষিণ সুরমা থানাপুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন।
তিনি বলেন- মঙ্গলবার বিকালে দিকে এক ব্যক্তি দরিয়া শাহ মাজার এলাকায় সুরমা নদীতে গোসল করতে নামলে অস্ত্রটি পায়ে ঠেকে। পরে পানির উপরে তুলে দেখে- একটি অস্ত্র। পরে স্থানীয় মুরুব্বিদের খবর দেয় ওই ব্যক্তি। তাদের মাধ্যমে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করি।
ওসি বলেন- অস্ত্রটি একটি শটগান। আমরা রেকর্ড চেক করে জানতে পারি, এটি জেলা ডিবি পুলিশের। পরে সেটি আমরা তাদের কাছে হস্তান্তর করেছি।