ওয়াল নিউজ ডেস্ক
সিলেট নগরে চলতি সপ্তাহে অবাধে চলতে পারবে না তিন চাকার ব্যাটারি ও ইঞ্জিনচালিত অটোরিকশাগুলো। এ ব্যাপারে কঠোর নির্দেশনা জারি করেছে এসএমপির ট্রাফিক বিভাগ। এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার থেকে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট মহানগরীর প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সকল সড়কে ব্যাটারিচালিত রিক্সা, অটোরিক্সা এবং রেজিস্ট্রেশনবিহীন অবৈধ ফোরস্ট্রোক সিএনজিসহ এই ধরনের সকল অবৈধ যানবাহন চলাচল সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নিষিদ্ধ ঘোষণা করেছে। নিষেধাজ্ঞা অমান্য করলে অবৈধ যানবাহন আটকসহ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও সিএনজিচালিত ফোর স্ট্রোকের মালিক ও চালকগণের অবগতির জন্য জানানো হয়েছে যে, আগামী ৭ দিনের মধ্যে যে সমস্ত ফোর স্ট্রোক সিএনজি সিলেট মেট্রোপলিটন এলাকায় চলাচল করবে সেগুলোতে সবুজ রঙের উপরে হলুদ বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে এবং এতদসঙ্গে মেট্রো এলাকার বাইরের ফোরস্ট্রোক সিএনজিতে সবুজ রঙের উপর সাদা রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে। মেট্রো এলাকার বাইরের সিএনজি অটোরিকশাসমুহ মেট্রো এলাকায় প্রবেশ করতে পারবে না। উপরোক্ত নির্দেশনা মেনে চলতে সংশ্লষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com