ওয়াল নিউজ ডেস্ক
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক দেশ ছেড়ে ভারতে চলে যাচ্ছেন এমন গুঞ্জনে সীমান্ত এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি ও অভিযান চালিয়েছে পুলিশ।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্ত দিয়ে নানক ভারতে পালিয়ে যাচ্ছেন এমন খবর ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপরই জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। সঙ্গে যোগ দেয় স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা। শত শত ছাত্র-জনতা সীমান্ত এলাকায় জড়ো হয়।
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, দুপুরে তারা খবর পান জুড়ী শহরের গরুর বাজার এলাকার ঢাকা ইলেকট্রনিক্সের মালিক সাজিদ হোসেনের বাসায় রয়েছেন নানক। এরপর সেখানে খোঁজ নেওয়া হয়, পুলিশও তল্লাশি চালায়। কিন্তু তাকে পাওয়া যায়নি। বিকালে ফুলতলা ইউনিয়নের বটুলি সীমান্ত এলাকায় পুলিশ এবং স্থানীয় জনতা তল্লাশি চালায়। সেখানেও নানককে পাওয়া যায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা ইলেকট্রনিক্সের দোকান মালিক সাজিদ বলন, ‘আমার বাসায় যে মেহমান এসেছেন তিনি জাহাঙ্গীর কবির নানক নন। আমার মামা শ্বশুর। নাম জাহাঙ্গীর হোসেন। মানুষ ভুল করে জাহাঙ্গীর কবির নানক বলে গুজব ছড়িয়ে দিয়েছেন। এতে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি।’
পুলিশের অভিযানের সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন। নানকের পালিয়ে যাওয়ার খবরটি গুজব বলে জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘জুড়ীর একটি বাসায় জাহাঙ্গীর কবির নানক অবস্থান করেছেন বলে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছিলাম আমরা। গিয়ে দেখি তিনি নানক নন, জাহাঙ্গীর হোসেন। এরপর জুড়ীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়েছি। তার কোনও সন্ধান পাওয়া যায়নি।’
জানতে চাইলে মৌলভীবাজারের পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘নানকের পালিয়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়েছি। তবে সন্ধান পাওয়া যায়নি। পুলিশ ও বিজিবি তৎপর আছে। আমাদের চোখ ফাঁকি দিয়ে কেউ পালাতে পারবে না। নানকের যে খবরটি ছড়িয়েছে, আসলে তা গুজব।’
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com