• ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে ডিএমপি’র কাছে হস্তান্তর

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৪
সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে ডিএমপি’র কাছে হস্তান্তর

ওয়াল নিউজ ডেস্ক

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুসহ চার জনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে হস্তান্তর করেছে ধোবাউড়া থানা।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া জানান, ‘আজ দুপুর ৩টার দিকে আটককৃত চার জনকে ডিএমপি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তারা ঢাকার উদ্দেশে চলে গেছেন। জব্দকৃত প্রাইভেটকারটি ধোবাউড়া থানায় রয়েছে।’

সোমবার সকালে ধোবাউড়া সীমান্তবর্তী মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়ার মাঝামাঝি এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ তাদের চার জনকে আটক করে এলাকাবাসী। পরে তারা থানায় খবর দেয়। বাকি দুজন হলেন—একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুর রহমান ও প্রাইভেটকারচালক সেলিম।

ডিএমপির বিভিন্ন থানায় শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর নামে মামলা রয়েছে।