• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দিরাইয়ে জলমহাল নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৪
দিরাইয়ে জলমহাল নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের দিরাই উপজেলায় জলমহাল দখলকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। সোমবার ( ১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দিরাই উপজেলার বদলপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, বদলপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সিজিল মিয়া ও একই গ্রামের ফারুক মিয়া পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ ও বেশ কয়েকটি মামলা চলছিল। এমতাবস্থায় গ্রামের পাশের জলমহাল দখল নিয়ে দু’পক্ষের মধ্যে কাটাকাটির জের ধরে এক পর্যায়ে দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে দু’পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষের খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুত্বর আহতদের সুনামগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং সংঘর্ষ এড়াতে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।’