• ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শ্রীমঙ্গলে হোটেল থেকে ঢাকা দক্ষিণ সিটি কাউন্সিলর আটক

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৪

ওয়াল নিউজ ডেস্ক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা বিএম সিরাজুল ইসলামকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার বিকেলে উপজেলার রাধানগর এলাকায় একটি অভিজাত হোটেল থেকে তাকে আটক করা হয়। হোটেল থেকে তিনি ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহন করছিলেন বলে জানা গেছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার পুলিশ সুপার এইচ কে জাহাঙ্গীর হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর হামলায় ঘটনায় রাজধানীর মুগদা থানায় দায়েরকৃত মামলায় তাকে আটক করা হয়েছে। মৌলভীবাজার জেলার ভারতীয় সীমান্ত এলাকায় দিয়ে তার ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিলো।