• ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দোয়ারাবাজারে সাড়ে ১৯ লাখ রুপিসহ যুবক আটক

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৪
দোয়ারাবাজারে সাড়ে ১৯ লাখ রুপিসহ যুবক আটক

ওয়াল নিউজ ডেস্ক


সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ১৯ লাখ ৫০ হাজার ভারতীয় রুপিসহ এক যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোহাম্মদ হৃদয় মিয়া (২৫) উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের মো. সুরুজ আলমের ছেলে।
বিজিবির সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনে বাংলাবাজার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদের নেতৃত্বে টহলদল মেইন পিলার ১২৩৫/৪ এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ কলাউড়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ভারত থেকে ভারতীয় নাগরিক এক ব্যক্তির নিকট মাছ বিক্রি করে টাকা নিয়ে বাংলাদেশে ফেরার পথে মোহাম্মদ হৃদয় মিয়া আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ১৯ লাখ ৫০ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোরধ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভারতীয় রুপিসহ আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হবে।