• ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চা শ্রমিকদের ফ্রি চিকিৎসা সেবা দিলো আশ-শিফা হেলথ কেয়ার মেডিকেল টিম

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৪
চা শ্রমিকদের ফ্রি চিকিৎসা সেবা দিলো আশ-শিফা হেলথ কেয়ার মেডিকেল টিম

অসহায় চা বাগানীদের সহযোগিতা ও ফ্রি সাস্থ্য সেবা প্রদানে কাজ করছে সিলেটের কয়েকটি নার্সিং কলেজ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘আশ-শিফা হেলথ কেয়ার’ টিম।

শুক্রবার (১৩ই সেপ্টেম্বর) মালনি চড়া চা বাগান থেকে হিলুয়া চড়া কমিউনিটি ক্লিনিক সেবা প্রদানে ফ্রি মেডিকেল ক্যাম্পিং করেছে।

তারা জানান, ক্যাম্পিং-এ সাধারণ মানুষ স্বতস্ফুর্ত ভাবে সাস্থ্য সেবা নিতে আসেন এবং মেডিকেল টিমের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে তারা। চিকিৎসা নিতে এসে কাজে সন্তুষ্ট হয়ে তারা বলেন এইবার যত লোক আসছেন এর আগে কোনো ক্যাম্পিং-এ এতলোক জরো হননি। ক্যাম্পিং টি হয়েছিল হালুয়া চড়া কমিউনিটি ক্লিনিকে, সেই ক্লিনিকের কর্মকর্তা, কর্মচারীরা অনেক খুশি হয় তাদের কাজে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সুলতানা লস্কর বলেন, শুক্রবার আশ-শিফা হেলথ কেয়ার টিমের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যম্প করা হয়েছে। ২০০ জন রোগীকে সেবা প্রদান করা হয়েছে।

উপস্থিত ছিলেন, সাগর, ফাহিম,আব্দুর রহমান, মুক্তা, পলাশ,ত্রিশংকর, রেযায়োল, এমদাদ, মামুন, মুনতাহা, তানজিনা, খুশি, রোয়াইদা।