• ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপানোর ঘটনায় হয়নি মামলা, আটকও নেই

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৪
স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপানোর ঘটনায় হয়নি মামলা, আটকও নেই

ওয়াল নিউজ ডেস্ক

সিলেট মহানগরীর ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনজুর আহমদ ও একই দলের কর্মী রুমেল আহমদকে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় কোন মামলা দায়ের হয়নি। এই ঘটনা কাউকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করা হয়নি।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট থানার ওসি মো. আনিসুর রহমান। তিনি সিলেটভিউকে বলেন, এ ঘটনায় কোন মামলা দায়ের করা হয়নি। কাউকে আটকও করা হয়নি। পরিবারের আহতদের সুস্থতা ও চিকিৎসরা কাজে ব্যবস্ত রয়েছে। এগুলো শেষ করেই হয়তো তারা মামলা করবেন।
এরআগে গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরের বনকলাপাড়া এলাকায় একদল দুর্বৃত্তরা তাদের কুপিয়ে জখম করে। হামলার ঘটনার বর্ণনা করে প্রত্যক্ষদর্শী একটি সূত্র জানায়, ঘটনার দিন একদল যুবক মোটরসাইকেলে এসে মনজুর ও রুমেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এর মধ্যে মনজুরের হাত ও পায়ে মারাত্মক আঘাত রয়েছে। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মনজুরকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
এদিকে মনজুরের শারীরিক অবস্থা উন্নতি হয়েছে বলে জানিয়ে তার পরিবার।