• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সরকারি কর্মচারীদের বেতন বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় : সিলেটে বিভাগীয় কমিশনার

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৪
সরকারি কর্মচারীদের বেতন বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় : সিলেটে বিভাগীয় কমিশনার

মতবিনিময় সভায় সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী।

ওয়াল নিউজ ডেস্ক


সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী বলেছেন, বাজারমূল্যের সাথে সরকারি কর্মচারীদের বেতন সামঞ্জস্যপূর্ণ নয়। এজন্য তাদের কী কী সুযোগ-সুবিধা আছে তা বিশ্লেষণ করা দরকার। পাশাপাশি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডেরও সকল আর্থিক সহায়তাসমূহের ব্যাপক প্রচার করা দরকার।
২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি আওতায় বিভাগীয় কমিশনারের কার্যলয় ও বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের আয়োজনে মঙ্গলবার বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন। আবু আহমদ ছিদ্দীকীর সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. কে. এম আবদুল্লাহ খান।
বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও পরিচালক, স্থানীয় সরকার) দেবজিৎ সিংহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ রোকন উদ্দিন এবং অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) লিটন কুমার সাহা, বিপিএম, পিপিএম (বার)।
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. কে. এম আবদুল্লাহ খান তাঁর মূল প্রবন্ধ উপস্থাপনকালে বলেন, আগে ঊর্ধ্বতন সরকারি কর্মচারীবৃন্দ কর্মচারী কল্যাণ বোর্ডের চিকিৎসার অনুদানের জন্য আবেদন করতে ভীষণ লজ্জা পেতেন। এটা লজ্জার কোনো বিষয় নয়, এটা সরকারি কর্মচারীদের অধিকার। বর্তমানে সব ধরনের অনুদানের আবেদনের সংখ্যা বাড়ছে। সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসায় অনুদানসহ অন্যান্য ভাতা ও অনুদানসমূহের টাকার পরিমাণ বাড়ানোর প্রস্তাব প্রক্রিয়াধীন আছে বলে তিনি উল্লেখ করেন।
সিলেট জেলার বিভিন্ন দপ্তরের ৯ম গ্রেড হতে তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাবৃন্দ বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অংশীজনের সভায় অংশগ্রহণ করেন।