ওয়াল নিউজ ডেস্ক
সিলেটের জকিগঞ্জে সরকার পতনের একদফা আন্দোলনে হামলার অভিযোগে ১০৭ জনের নামোল্লেখ করে ও অজ্ঞাতনামা ২৫০/৩০০ জনের বিরুদ্ধে বিস্ফোরক, মারধর ও হত্যাচেষ্ঠার মামলা দায়ের করেছে পুলিশ।
শনিবার বিকেলে বারঠাকুরীর জাফর আহমদ নামের একজন বাদী হয়ে প্রায় ৪০০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। রাতে পুলিশ ওই মামলা রেকর্ড করে।
মামলায় আসামি করা হয়েছে পৌরসভার সাবেক মেয়র আব্দুল আহাদ, ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু জাফর রায়হান, ইউপি চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস ও চেয়ারম্যান আল ইসলাহ নেতা আব্দুস সবুরসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, আনজুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামিয়ার নেতাকর্মীদেরকে।
তবে অভিযোগ রয়েছে, ওই মামলায় শিক্ষকসহ নিরীহ মানুষদেরও আসামি করা হয়েছে।
এর আগে শনিবার সন্ধ্যা রাতে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা জকিগঞ্জ শহর থেকে যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম ও ছাত্রলীগ নেতা ওয়াসকুরুনীকে ধরে থানায় নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে আটককৃত দুজনকে দায়েরকৃত মামলায় পুলিশ গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলায় জাফর আহমদ উল্লেখ করেন- ৪ আগস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-গণআন্দোলন গড়ে উঠলে তিনিসহ জকিগঞ্জ উপজেলার সচেতন ছাত্র-জনতা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেছাসেবকলীগ, আনজুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামিয়া সংগঠনের নেতাকর্মীরা স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষ নিয়ে আন্দোলনকে প্রতিহত করার ঘোষণা দিয়ে এক দফা আন্দোলন কর্মসূচির বিক্ষোভ মিছিলে দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোটা, লোহার রড, জিআই পাইপ, হকিস্টিক, দা, কিরিছ, হাতে তৈরী দেশীয় পেট্রোল বোমা ইত্যাদি নিয়ে হামলা চালায়। এতে মামলার স্বাক্ষীরাসহ কয়েকজন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।
মামলার সত্যতা নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার।
প্রধান সম্পাদক: জাকেরিন চৌধুরী জয়
অফিস: ১০৪/১১ নূরানী বনকলাপাড়া,
সুবিদ বাজার সিলেট।
মোবাইল : ০১৬০১০৩৮৪৮১, Email: thewallnews181@gmail.com