• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সৈয়দ ছলিম শাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৪

ওয়াল নিউজ ডেস্ক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির। তিনি মো. ফজলুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।
বৃহস্পতিবার উপ-রেজিট্রার ইউনুস আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়- মো. ফজলুর রাহমানের পদত্যাগপত্র গ্রহন করা হয়েছে। পাশাপাশাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। দায়িত্ব পালনের জন্য তিনি বিধিমোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।
এব্যাপারে সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনদের নিয়ে কাজ করতে চাই। এই বিষয়ে সকলের সহযোগীতা কামনা করি।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকার পতনের পর উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারসহ শাবিপ্রবির ৮৩জন প্রশাসনিক ব্যাক্তি পদত্যাগ করেন।