• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বানিয়াচংয়ে ছুরিকাঘাতে ভাইকে হত্যা

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৪

ওয়াল নিউজ ডেস্ক


হবিগঞ্জের বানিয়াচংয়ে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ হারালেন বড় ভাই। নিহত নওশাদ মিয়া (৫৫) উপজেলার সদরের দক্ষিণ পূর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দোয়াখানী মহল্লার মৃত কিম্মত আলীর ছেলে।
সোমবার সকাল সাড়ে ১০টায় দোয়াখানী মহল্লায় এ ঘটনার। এঘটনার পর থেকে ঘাতক জুনেদ মিয়া (২৫) আত্মগোপনে রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওশাদ মিয়া কবিরাজি করতেন। নওশাদের সঙ্গে তার আপন ছোট ভাই জুহেদ মিয়ার মধ্যে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে জুহেদ উত্তেজিত হয়ে নওশাদকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নওশাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরন করে।
এই বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, তাদের বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল। এই বিরোধকে কেন্দ্র এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনও মামলা হয়নি, তবে মামলা প্রক্রিয়াধীন।