• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বন্যার্তদের জন্য স্যালাইন প্রস্তুত করছে শাবি সিইপি বিভাগ

The Wall News.Com
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৪
বন্যার্তদের জন্য স্যালাইন প্রস্তুত করছে শাবি সিইপি বিভাগ

ওয়াল নিউজ ডেস্ক


বন্যাকবলিত এলাকার মানুষের জন্য ৫ হাজার প্যাকেট খাবার স্যালাইন তৈরি করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা। ইতোমধ্যে প্রায় ১ হাজার প্যাকেট স্যালাইন ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পাঠানো হয়েছে।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সিইপি বিভাগের শিক্ষার্থী আহম্মেদ সাকিবুল ইসলাম। তিনি জানান, ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে শাবিপ্রবি শিক্ষার্থীরা ফেনীর সদর হাসপাতাল, সোনাগাজী, ছাগলনাইয়া এবং কুমিল্লার মনোহরগঞ্জ এলাকায় ত্রাণ বিতরণ করেছে। ত্রাণ সামগ্রীর মধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, প্যারাসিটামল, এমব্রক্স, এমোডিস, স্যাভলন ক্রিম, স্যাকলো, বিভাগ কর্তৃক প্রস্তুতকৃত স্যালাইন, খেজুর, বিস্কুট, মুড়ি, দুধের প্যাকেট ইত্যাদি। এতে প্রায় ৩০০ পরিবারকে কাছে এই ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে।
এই ত্রাণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে কাজ করছে সিইপি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সিইপি ফ্র্যাটারনিটি এবং সাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার অফ এআইসিএইচই। এই ত্রাণ বিভাগের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীরা সম্মিলিতভাবে পরিচালনা করছে। বন্যার্তদের পাশে দাঁড়াতে বিভাগের সকল সামর্থ্যবান প্রতি আহ্বান জানিয়েছে বিভাগটি।