ওয়াল নিউজ ডেস্ক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় টেন্ডার ছাড়া পিওনের মাধ্যমে কাজ করে লাখো টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভিনের বিরুদ্ধে।
তার সকল অনিয়ম-দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। উপজেলা পরিষদ চত্বরে ছাত্র জনতার ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ঠিকাদার তুজাম্মিল হক নাছরুম, মাহবুব চৌধুরী, নুরুল আবেদীন, তানজিম হাসান সোহাগ, ছাত্রদের পক্ষে আবু সাঈদ, রনি আহমেদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ইউএনও সালমা পারভিন ১৩ ডিসেম্বর যোগদানের পর থেকেই তাহিরপুর উপজেলার সকল সেক্টরে অনিয়ম ও দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছেন। কোনো নিয়ম নীতি অনুসরণ না করে কোনো টেন্ডার প্রক্রিয়া ছাড়াই কথিত পিয়ন দ্বারা প্রায় কোটি টাকার কাজ করেছেন।
মানববন্ধন চলাকালে ঠিকাদার তুজাম্মিল হক নাসরুম বলেন, ইউএনও’র অনিয়মের কাজের মধ্যে রয়েছে- উপজেলা পাবলিক লাইব্রেরীর দ্বিতলা ভবনটিকে নিজস্ব ক্ষমতাবলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ বানানো, উপজেলা পরিষদের ব্যাচেলর কোয়ার্টার, গেজেটেড কোয়ার্টার, উপজেলা পরিষদের অভ্যান্তরে দুটি রাস্তাসহ অনেক কাজ।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নুরুল আবেদীন, মাহবুব মল্লিক চৌধুরী, তানজিম হাসান সোহাগ, ছাত্র প্রতিনিধি আবু সাঈদ, রনি আহমেদ প্রমুখ।