ওয়াল নিউজ ডেস্ক
আফগানিস্তানের নারীদের জনসমক্ষে জোরে কথা বলা নিষিদ্ধ করে সম্প্রতি নতুন আইন পাস করেছে দেশটির তালেবান সরকার। এই আইনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে গান গেয়ে প্রতিবাদ জানিয়েছেন আফগান নারীরা।
দেশটির ভেতরে ও বাইরে থাকা আফগান নারীরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের গান গাওয়ার ভিডিও পোস্ট করেছেন। সেখানে হ্যাশট্যাগ দিয়ে তাঁরা লিখেছেন, ‘আমার কণ্ঠ নিষিদ্ধ নয়’, ‘তালেবানকে না বলুন’।
দেশটিতে নীতিনৈতিকতাবিষয়ক ৩৫টি ধারার নতুন আইন গত সপ্তাহে নথিভুক্ত ও কার্যকর করা শুরু করেছে তালেবান সরকার। নতুন আইনে বলা হয়েছে, নারীদের ঘরের বাইরে অবশ্যই নিজেদের মুখ ও শরীর কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে এবং তাঁদের কণ্ঠস্বরও গোপন রাখতে হবে।
এদিকে এই আইনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে আফগানিস্তানে থাকা এক নারী প্রতিবাদ জানিয়েছেন। নিজের মুখ ও শরীর কালো কাপড় দিয়ে ঢেকে গান গেয়ে তিনি প্রতিবাদ জানিয়ে বলেছেন, আপনি অদূর ভবিষ্যতের জন্য আমার কণ্ঠরোধ করেছেন…একজন নারী হওয়ার অপরাধে আপনি আমাকে আমার বাড়িতে বন্দি করে রেখেছেন।