• ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ওসমানী বিমানবন্দরে দুই যুবলীগ নেতা আটক

The Wall News.Com
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৪

ওয়াল নিউজ ডেস্ক


বিদেশ পালাতে গিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যুবলীগের দুই নেতা আটক হয়েছেন। এর মধ্যে একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এয়ারপোর্টে কর্মরত ইমিগ্রেশন পুলিশ বৃহস্পতিবার বিকালে তাদেরকে আটক করে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান।
আটকরা হলেন- সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের ভাগনা ও বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান- যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েল ও বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা দুজন সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান। সন্ধ্যা ৫টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে।