• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে শিশুকে উঠিয়ে নিয়ে ধর্ষণ

The Wall News.Com
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৪

ওয়াল নিউজ ডেস্ক:

সুনামগঞ্জের সদর উপজেলা মোহনপুর ইউনিয়নে জয়নগরে ৯ বছরের কন্যা শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মঙ্গলবার দুপুরে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, শিশুটি সোমবার দুপুর ১টার দিকে বাড়ির আঙ্গিনার রাস্তার পাশে খেলা করছিল। এসময় এলাকার মৃত আব্দুল খালিকের ছেলে আবুল কালাম (৪০) মেয়েটিকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে একটি পরিত্যক্ত দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারের স্থানীয় লোকজন এগিয়ে গেলে ধর্ষক আবুল কালাম পালিয়ে যায়। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান হয়। এই ঘটনায় ধর্ষককে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন ভিটিমের পরিবার ও এলাকাবাসী।
সুনামগঞ্জ সদর থানার ওসি মো. আব্দুল আহাদ বলেন, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।