• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ওসমানী বিমানবন্দরে ১৬ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

The Wall News.Com
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৪
ওসমানী বিমানবন্দরে ১৬ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

ওয়াল নিউজ ডেস্ক:

কাস্টমস ও শুল্ক গোয়েন্দার যৌথ অভিযানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০৫ পিস সোনার বার ও ৪ পিস স্বর্ণপিন্ড সহ হোসাইন আহমদ নামে দুবাই ফেরত এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার সকাল ৮টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ২৫২ ফ্লাইটটি দুবাই থেকে এসে ওসমানী বিমানবন্দরে অবতরণ করার পর তল্লাশি করে স্বর্ণের বারগুলো জব্দসহ ওই যুবককে আটক করা হয়।
সিলেটের ওসমানী বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মামুন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জব্দ করা স্বর্ণের ওজন প্রায় ১৬ কেজি। যার বাজারমূল্য আনামানিক ১৬ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ১২০টাকা।a জাতীয় গোয়েন্দা সংস্থার নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হয়ে অভিযান চালানো এ সময় তার লাগেজের মধ্যে তিনটি জুসের মেশিনের ভেতর ১০৫ পিস সোনার বার ও ৪ পিস স্বর্ণপিন্ড উদ্ধার করা হয়। বিমানবন্দরে ইমিগ্রেশন শেষ করে ওই যাত্রী চলে যাওয়ার সময় তাকে আটক করা হয় বলে জানিয়েছে কাস্টমস বিভাগ।