• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বাংলাদেশের বানভাসি মানুষের জন্য পবিত্র কাবার ইমামের দোয়া

The Wall News.Com
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৪

ওয়াল নিউজ ডেস্ক:
পবিত্র কাবার ইমাম বাংলাদেশের বানভাসি মানুষের জন্য দোয়া ও সমবেদনা জানালেন। শুক্রবার পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী পবিত্র কাবা শরীফের ইমাম, হারামের সিনিয়র মুহাদ্দিস ও মক্কা উম্মুল কুরা ইউনিভার্সিটির ডিন, বিশ্ববিখ্যাত আলেম, শায়েখ ড. হাসান আল বুখারী হাফি’র আমন্ত্রণে ওনার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত বৈঠক করেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা মহাসচিব, বিশ্ববরেণ্য আলেম ও ক্বারী শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ।
সাক্ষাৎকালে মুহতারাম মহাসচিব বাংলাদেশ সফরের দাওয়াত দিলে ড. হাসান বুখারী বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন ও দাওয়াত কবুল করেন এবং বলেন, কোরআন প্রচারে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
এসময় তিনি বাংলাদেশ সম্পর্কে খোঁজ খবর নেন, বন্যা ও আহত-নিহত মানুষদের সার্বিক পরিস্থিতি জেনে বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান এবং দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন মিশরের বিখ্যাত শায়েখ মোস্তফা আল বাসরতী ও কাতারের ইমাম শায়েখ সাইয়্যেদ মাহফুজ প্রমুখ।